ভারতে অনুপ্রবেশকারী দুই যুবককে বিজিবির কাছে ফেরত পাঠিয়েছে বিএসএফ

News Desk

ভারতে অনুপ্রবেশকারী দুই যুবককে বিজিবির কাছে ফেরত পাঠিয়েছে বিএসএফ. Dhakainlight.com

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করা দুই যুবককে আটক করার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাঁদের বিজিবি পুলিশের কাছে সোপর্দ করে এবং এ ঘটনায় মামলা করা হয়েছে।

আটক দুই যুবক হলেন বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার দক্ষিণ তাফালবাড়ি গ্রামের মো. রিয়াদ মাহমুদ (২৯) এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা এলাকার মো. রাসেল আকন (২৬)। তাঁরা শনিবার সন্ধ্যায় সিলেটের জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন বলে জানায় পুলিশ।

বিজিবি সূত্রে জানা গেছে, বিএসএফ ওই দুই যুবককে রাতেই আটক করে। পরদিন রোববার সকালে বিষয়টি জানানো হলে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের প্রতাপপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এরপর বিজিবি তাঁদের গোয়াইনঘাট থানার পুলিশের কাছে হস্তান্তর করে।

গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন জানান, বিজিবির পক্ষ থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে একটি মামলা করা হয়েছে। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Footer Section