২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ২২ জুন উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বাজেট প্রস্তাব নিয়ে মতামত জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১৯ জুন। ঈদুল আজহার দীর্ঘ ছুটি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান অর্থ উপদেষ্টা।
তিনি বলেন, “বাজেট নিয়ে মতামত গ্রহণ শুরু হয়েছে, আরও আসবে। প্রতিদিনই বিভিন্ন দিক থেকে মতামত জমা পড়ছে। সব মতামত একদিনে আসবে না, এটি একটি চলমান প্রক্রিয়া।”
দরিদ্র জনগোষ্ঠীর জন্য বাজেটে উল্লেখযোগ্য কোনো সুখবর নেই—এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, “সুখবর রয়েছে। বাজেটের কোথায় কী পরিবর্তন হয়েছে, তা দেখে নিতে হবে। বাজেটের বিভিন্ন দিক সাধারণ মানুষের চিন্তা ও চাহিদা বিবেচনায় রেখে তৈরি করা হয়েছে। এই বাজেট সাধারণ মানুষের মনে স্বস্তি ফেরাবে।”
বৈঠকে পুলিশের জন্য নতুন গাড়ি কেনা, সার ও এলএনজি কেনাসহ বিভিন্ন সরকারি কেনাকাটার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ঈদের ছুটিতে দীর্ঘ সময় ধরে অর্থনৈতিক কার্যক্রম বন্ধ থাকায় বাজারে স্থবিরতা আসবে কিনা—এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, “বাংলাদেশে স্থবির হওয়ার সুযোগ নেই। ব্যবসায়ীরা নিজ নিজ পরিকল্পনা অনুযায়ী ব্যবসা চালিয়ে যাবেন। তাছাড়া বাংলাদেশ ব্যাংক আগেই নির্দেশনা দিয়েছে কোন দিন কোন এলাকায় ব্যাংক খোলা থাকবে। ফলে নগদ লেনদেন বা ব্যাংকিং কার্যক্রম নিয়েও সমস্যা হবে না।”
তিনি আরও বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে বড় উৎসবের সময় আরও বেশি ছুটি থাকে। যেমন—বড়দিন উপলক্ষে ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশে ২০ থেকে ২৫ দিনের ছুটি দেখা যায়। নেপালে দুর্গাপূজার সময় ৩০ দিনের ছুটি থাকে। কাজেই আমাদের এই ১০ দিনের ঈদ ছুটি আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় খুব একটা বেশি নয়।”
অর্থ উপদেষ্টার এই বক্তব্যে স্পষ্ট যে, সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে আত্মবিশ্বাসী। প্রস্তাবিত বাজেট নিয়ে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া আসতে থাকলেও উপদেষ্টার বক্তব্যে আশাবাদের ইঙ্গিত পাওয়া গেছে।