বাংলাদেশে কম্বোডিয়ার অনারারি কনসাল হলেন আসফার খায়ের

News Desk

বাংলাদেশে কম্বোডিয়ার অনারারি কনসাল হলেন আসফার খায়ের. Dhakainlight.com

বাংলাদেশে কম্বোডিয়ার প্রথম অনারারি কনসাল হিসেবে নিয়োগ পেয়েছেন বেঙ্গল গ্রুপ লিমিটেডের ভাইস চেয়ারম্যান আসফার খায়ের। মঙ্গলবার (২৭ মে) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে তাঁকে এই দায়িত্বের পত্র হস্তান্তর করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই নিয়োগের মাধ্যমে বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার নতুন দ্বার উন্মোচিত হলো। অনুষ্ঠানে আসফার খায়ের দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, ওষুধশিল্প, খাদ্যনিরাপত্তা, জনশক্তি রপ্তানি, পর্যটন, বিমান চলাচল এবং সাংস্কৃতিক বিনিময়ের মতো গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “আমার লক্ষ্য হবে দুটি দেশের মধ্যে গভীর ও আস্থাভাজন বন্ধুত্ব গড়ে তোলা, যা শুধু দ্বিপক্ষীয় স্বার্থ নয়, বরং আঞ্চলিক উন্নয়ন ও সহযোগিতাকে প্রতিফলিত করবে।”

আসফার খায়েরের এই নিয়োগ বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য এবং কূটনৈতিক পরিসরে উভয় দেশের অংশীদারত্ব আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Footer Section