পূর্ব রাজাবাজারে অবসরপ্রাপ্ত শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

News Desk

পূর্ব রাজাবাজারে অবসরপ্রাপ্ত শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার. Dhakainlight.com

রাজধানীর শেরেবাংলা নগর থানার পূর্ব রাজাবাজার এলাকা থেকে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম আবদুল বাকী (৬৮)। তিনি তেজগাঁও কলেজের সাবেক অধ্যাপক ছিলেন।

আজ বুধবার সকাল ৮টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাউল হক।

পুলিশ জানায়, আবদুল বাকী তাঁর বাসার ১০ তলার বারান্দা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আবদুল বাকী দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। পরিবারের সদস্যদের ধারণা, শারীরিক কষ্ট ও মানসিক চাপে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।

তিনি স্ত্রী ও সন্তানসহ পূর্ব রাজাবাজার এলাকার নিজ ফ্ল্যাটে বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি রাজশাহীর বোয়ালখালী উপজেলায় হলেও দীর্ঘদিন ধরেই তিনি ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছিলেন।

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Footer Section