দেশ অনিশ্চয়তার দিকে যাচ্ছে: আমীর খসরু মাহমুদ চৌধুরী

News Desk

দেশ অনিশ্চয়তার দিকে যাচ্ছে: আমীর খসরু মাহমুদ চৌধুরী. Dhakainlight.com

বর্তমান অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক উত্তরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো উপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই পরিস্থিতিতে বাজেট বা অর্থনৈতিক নীতি কিছুই কার্যকর হবে না, কারণ দেশ এক অনিশ্চয়তার দিকে অগ্রসর হচ্ছে।

আজ সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘নীতি সংস্কার ও আগামীর জাতীয় বাজেট’ শীর্ষক এক সংলাপে তিনি এসব কথা বলেন। সংলাপটির আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

আমীর খসরু বলেন, ‘বাংলাদেশকে গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়ার জন্য এখনই সময়োপযোগী সিদ্ধান্ত দরকার। দেশের মানুষ জানতে চায়, আগামী দিনে নির্বাচন কবে হবে, এই সরকার কত দিন থাকবে, এবং নির্বাচনের পর বাংলাদেশ কোন পথে যাবে—কিন্তু আমরা কোনো নিশ্চয়তা পাচ্ছি না।’

তিনি অভিযোগ করেন, প্রশ্নবিদ্ধ জিডিপির ওপর ভিত্তি করেই বাজেট তৈরি হচ্ছে। তাঁর মতে, এটি আগের ফ্যাসিবাদী সরকারের বাজেট চিন্তার ধারাবাহিকতা মাত্র। বর্তমান বৈশ্বিক ও দেশের অর্থনৈতিক বাস্তবতা কতটুকু বিবেচনায় নেওয়া হয়েছে, সেটিও প্রশ্নবিদ্ধ।

মিয়ানমারের সঙ্গে মানবিক করিডরের বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আমীর খসরু। তিনি বলেন, এটি অত্যন্ত স্পর্শকাতর রাজনৈতিক সিদ্ধান্ত, অথচ কোনো অংশীজনের সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘গত ১৪–১৫ বছর ধরে মানুষ গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য লড়াই করছে। অথচ এখন নির্বাচন বাদ দিয়ে সব কিছু করছে অন্তর্বর্তী সরকার। এটি জনগণের সঙ্গে প্রতারণা।’

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের ওপর অতিমাত্রায় নিয়ন্ত্রণ আরোপ নিয়েও সমালোচনা করেন তিনি। বলেন, ‘নিয়ন্ত্রণ যত বাড়বে, লুটপাট তত বাড়বে। অতীতে সেটাই দেখেছি। নিয়ন্ত্রণ কমিয়ে একটি উন্মুক্ত অর্থনীতি গড়ে তুলতে হবে।’

ভবিষ্যতের অর্থনৈতিক মডেল প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘আমাদের বলতে হবে, উই আর ওপেন ফর বিজনেস। অর্থাৎ একটি উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক অর্থনীতিই হবে বাংলাদেশের ভবিষ্যৎ পথ।’

রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ওপরও গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘আমাদের সহনশীল হতে হবে। একে অন্যের মতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে এগোতে হবে। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি রাজনৈতিক সংস্কার না হলে বাংলাদেশ সামনে এগোতে পারবে না।’

তিনি বলেন, ‘সাংঘর্ষিক রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ভিন্নমতের প্রতি সম্মান জানিয়ে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়তে না পারলে কোনো পরিবর্তনই টেকসই হবে না।’

4o

Leave a Comment

Footer Section