দুই দিনব্যাপী মাতৃভাষার চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ২৩ ফেব্রুয়ারিতে

admin2

দুই দিনব্যাপী মাতৃভাষার চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ২৩ ফেব্রুয়ারিতে ,Dhakainlight.com

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনব্যপী মাতৃভাষার চলচ্চিত্র উৎসব-২০২৫ আগামী ২৩-২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

উৎসবে বাংলা ভাষার চলচ্চিত্রসহ বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর মাতৃভাষায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য, প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। এতে চাকমা, মারমা, ম্রো, বম, গারো, সাঁওতাল ভাষায় নির্মিত চলচ্চিত্র প্রদর্শিত হবে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা প্রধান অতিথি হিসেবে ২৩ ফেব্রুয়ারি বিকেল ৩টায় ধানমন্ডির ভিনটেজ হলে দুই দিনব্যপী এ উৎসবের উদ্বোধন করবেন।

চিকিৎসক এবং চলচ্চিত্র প্রযোজক ডা: মং উষা থোয়াই -এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. এম এম আকাশ, এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক এ বি এম শামসুল হুদা, দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক ডা: দিবালোক সিংহ এবং জনউদ্যোগ জাতীয় কমিটির আহ্বায়ক ডা: মুশতাক হোসেন।

কোনোপ্রকার প্রবেশ মূল্য ছাড়া সবার জন্য উন্মুক্ত এ উৎসব প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।
সূত্র : বাসস

Leave a Comment

Footer Section