দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার একটি ধানখেত থেকে শুভ সরেন (২৪) নামের এক সাঁওতাল তরুণের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের আখিরা গ্রামের দাউদপুর-ভাদুরিয়া পাকা সড়কের পাশের একটি ধানখেত থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শুভ সরেন নবাবগঞ্জ উপজেলার মালদহ গ্রামের সাঁওতাল পল্লির বাসিন্দা। তিনি পেশায় কৃষিশ্রমিক ছিলেন এবং মৃগী রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে শুভ সরেন স্থানীয় দাউদপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাত হয়ে গেলেও তিনি আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজখুঁজি করেন। পরদিন সকালে আখিরা গ্রামের ধানখেতের পানিতে উপুড় হয়ে থাকা এক তরুণের মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
এসআই মাহমুদুল হক জানান, নিহতের ডান হাতে এবং এক কানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বলছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে এটি হত্যা না দুর্ঘটনা, সে বিষয়েও নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং শুভ সরেনের গতিবিধি নিয়েও তদন্ত চলছে।
সাঁওতাল সম্প্রদায়ের অনেকে জানিয়েছেন, শুভ একজন শান্ত স্বভাবের তরুণ ছিলেন এবং কারও সঙ্গে তার শত্রুতা ছিল না। তাঁর অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো সাঁওতাল পল্লিতে নেমে এসেছে শোক ও ক্ষোভ।