তেজগাঁওয়ে ময়লার স্তূপের পাশে নালা থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

News Desk

তেজগাঁওয়ে ময়লার স্তূপের পাশে নালা থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার. Dhakainlight.com

রাজধানীর বিজয় সরণি উড়ালসড়কের পাশে ময়লার স্তূপের পাশের একটি নালা থেকে রোজা মনি (৫) নামে এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তেজগাঁও থানা-পুলিশ এ লাশ উদ্ধার করে।

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদের জানান, শিশুটি তেজকুনিপাড়া এলাকায় মা শিল্পী আক্তার ও চার বোনের সঙ্গে থাকত। তার বাবা নূর আলম একজন প্রবাসী। গতকাল সোমবার দুপুরের পর থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে স্থানীয়রা উড়ালসড়কের পাশের ময়লার স্তূপের নালায় একটি বস্তার ভেতর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, পাঁচ বোনের মধ্যে রোজা ছিল সবার ছোট। তার শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও শ্বাসরোধে হত্যার আলামত রয়েছে। এ ঘটনায় কে বা কারা জড়িত এবং কী উদ্দেশ্যে শিশুটিকে হত্যা করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, তদন্তের অগ্রগতি অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Footer Section