জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমের অনলাইন আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩ জুলাই ২০২৫ রাত ১২টা পর্যন্ত। ভর্তি কার্যক্রমে অংশ নিতে প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। ক্লাস শুরু হবে আগামী ২৭ জুলাই।
আবেদনকারীর যোগ্যতা নির্ধারণে বলা হয়েছে, আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে তিন বছর মেয়াদি স্নাতক (পাস) নিয়মিত পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে কমপক্ষে সিজিপিএ ২.২৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি যেসব বিষয়ে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহী, সেসব বিষয়ে সনাতন পদ্ধতিতে ৪০০ নম্বরে ন্যূনতম ৪০ শতাংশ বা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ২৪ ক্রেডিটে কমপক্ষে জিপিএ ২ থাকতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (পাস) প্রাইভেট বা সার্টিফিকেট কোর্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন না। তবে তারা প্রাইভেট প্রোগ্রামে নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন।
এ ছাড়া ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরা নিয়মিত প্রোগ্রামে আবেদন করতে পারবেন না। তবে তারা সার্টিফিকেট কোর্সে অংশ নিয়ে নির্ধারিত নম্বর বা সিজিপিএ অর্জন করে প্রাইভেট প্রোগ্রামে আবেদন করতে পারবেন। যেসব শিক্ষার্থী ইতোমধ্যে মাস্টার্স ১ম পর্ব বা প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) পরীক্ষায় উত্তীর্ণ অথবা বর্তমানে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে অধ্যয়নরত, তারাও এই নিয়মিত প্রোগ্রামে আবেদন করতে পারবেন না।
ভর্তির সময়সূচি অনুযায়ী, অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহের শেষ তারিখ ৩ জুলাই। ফরমসহ আবেদন ফি সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার শেষ তারিখ ৭ জুলাই। কলেজ কর্তৃক অনলাইনে আবেদন ফরম নিশ্চয়নের শেষ সময় ৮ জুলাই। এরপর ৯ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে কলেজ কর্তৃক নিশ্চয়নকৃত আবেদনকারীদের আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ (প্রতি আবেদনকারী ৩০০ টাকা) সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভর্তি ফান্ডে জমা দিতে হবে।
ভর্তি প্রক্রিয়া ও প্রয়োজনীয় তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।