গুলশানে শুরু হলো এমটিবি-প্রথমা প্রকাশনের তিন দিনের বইমেলা

News Desk

গুলশানে শুরু হলো এমটিবি-প্রথমা প্রকাশনের তিন দিনের বইমেলা. Dhakainlight.com

গুলশানের এমটিবি সেন্টারে শুরু হয়েছে প্রথমা প্রকাশন ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনের বইমেলা। আজ সোমবার দুপুরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মেলা চলবে আগামী ৪ জুন, প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ও প্রথমা প্রকাশনের কর্মকর্তারা। এমটিবির ভাইস প্রেসিডেন্ট ইশরাত জাহান বলেন, “বর্তমানে ব্যস্ততার কারণে অনলাইনে বই কেনার প্রবণতা বেড়েছে, ফলে বইমেলায় গিয়ে বই কেনা অনেকের পক্ষে সম্ভব হয় না। এমটিবিতে এই বইমেলার আয়োজন কর্মীদের জন্য বিশেষ সুযোগ তৈরি করেছে, যেখানে তাঁরা সরাসরি বই দেখে কিনতে পারছেন।”

প্রথমা প্রকাশনের প্রধান সমন্বয়কারী মশিউল আলম জানান, বিভিন্ন প্রতিষ্ঠানে এ ধরনের বইমেলা আয়োজনের মূল উদ্দেশ্য হলো কর্মীদের কর্মস্থলে থেকেই পছন্দের বই কিনে নেওয়ার সুযোগ দেওয়া। এতে পাঠকের হাতে বই পৌঁছে দিতে যেমন সুবিধা হয়, তেমনি বইয়ের প্রতি আগ্রহও বাড়ে।

মেলা শুরুর দুপুরেই ব্যাংকের অনেক কর্মকর্তা-কর্মচারীকে বইমেলায় ঘুরে বেড়াতে দেখা গেছে। একজন কর্মকর্তা বলেন, “বই পড়ার আগ্রহ আছে, কিন্তু সময় হয়ে ওঠে না। এমন উদ্যোগে অফিসেই বই কেনার সুযোগ মিলছে, এটা দারুণ লেগেছে।”

মেলায় প্রথমা প্রকাশনের বইয়ের ওপর ২০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি দেশি-বিদেশি অন্যান্য প্রকাশনীর বইয়ের ওপর ২০ শতাংশ এবং বিদেশি বইয়ের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় রয়েছে। সাহিত্যের ছোট কাগজ, সাময়িকীসহ নানা ধরনের বই পাওয়া যাচ্ছে মেলায়।

২০২৫ সালের অমর একুশে বইমেলায় প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত সব বই এই মেলায় পাওয়া যাচ্ছে। রয়েছে একুশের পর প্রকাশিত একেবারে নতুন বইও। পাঠকরা বইয়ের পাতা উল্টে দেখে, পছন্দ করে নিজের সংগ্রহে নিতে পারছেন এসব বই।

আয়োজকেরা বলছেন, এ ধরনের বইমেলা কর্মস্থলে জ্ঞানের চর্চা বাড়ানোর পাশাপাশি বইয়ের সঙ্গে পাঠকের সংযোগ আরও গভীর করে তোলে।

Footer Section