বিসিএস পরীক্ষায় পদ যেন খালি না থাকে, সে জন্য মৌখিক পরীক্ষার আগে বা মৌখিক পরীক্ষা চলাকালীন ক্যাডার চয়েস পরিবর্তনের বিধান কার্যকর করার বিষয়টি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিবেচনায় রয়েছে। গত শনিবার পিএসসি সংস্কারে চাকরিপ্রার্থীদের আট দফা দাবির বিষয়ে লিখিত যে ব্যাখ্যা দিয়েছে পিএসসি, সেখানে বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে।
পিএসসির ব্যাখ্যায় বলা হয়েছে, পদের অপচয় রোধে মৌখিক পরীক্ষার আগে বা মৌখিক পরীক্ষা চলাকালীন ক্যাডার চয়েস পরিবর্তনের বিধান কার্যকর করার বিষয়টি কমিশন সভায় আলোচিত একটি বিষয় এবং কমিশন চয়েস পরিবর্তনের এমন সুযোগ প্রদানের বিষয়ে সংগত কারণেই একমত।
কিন্তু এটি বাস্তবায়নের জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ সংশোধন করার প্রয়োজন হবে।
৪৪ থেকে ৪৫তম বিসিএসের এমন চয়েস পরিবর্তনের বিধান ভূতাপেক্ষভাবে করা আইনগত বাধা আছে। নানা বিষয়ে সংস্কারের লক্ষ্যে ২০১৪ সালে এ বিধিমালাটি সংশোধনের প্রস্তাব সরকারের কাছে পাঠানোর বিষয়টি কমিশনের সক্রিয় বিবেচনাধীন আছে।