কৃষিকাজ করতে চান বুবলী, জানালেন প্রকৃতির প্রতি ভালোবাসার কথা

News Desk

কৃষিকাজ করতে চান বুবলী, জানালেন প্রকৃতির প্রতি ভালোবাসার কথা. Dhakainlight.com

চিত্রনায়িকা শবনম বুবলী চলচ্চিত্রের ব্যস্ত সময় পেরিয়ে এবার জানালেন এক ব্যতিক্রমী ইচ্ছার কথা—ভবিষ্যতে কৃষিকাজ করতে চান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি স্থিরচিত্র শেয়ার করে এ ইচ্ছা প্রকাশ করেন তিনি। ছবিগুলোর একটিতে তাঁকে কাস্তে হাতে আগাছা পরিষ্কার করতে দেখা যায়, আর অন্যটিতে হাসিমুখে ফলের গাছের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

ফেসবুক পোস্টে বুবলী লেখেন, ‘ভবিষ্যতে পুরোদমে কৃষিকাজ করব। ফুল, ফল, শাকসবজি চাষ করব। হাঁস–মুরগি, গরু–ছাগল পালব, কারণ প্রকৃতি একটু বেশিই সুন্দর, তাই প্রকৃতির খুব কাছে থাকতে চাই।’

বর্তমানে বুবলী শুটিং করছেন শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী দাউধারা গ্রামে। সজলের সঙ্গে এটি তাঁর প্রথম চলচ্চিত্র। ছবিতে আরও আছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল ও বাপ্পী। ছবিটির নাম ‘সর্দারবাড়ির খেলা’ এবং এটি ইতিমধ্যে চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। ঈদুল আজহায় ছবিটি মুক্তি পেতে পারে।

২০১৬ সালে ‘বসগিরি’ দিয়ে চলচ্চিত্রে অভিষেকের পর শবনম বুবলী অভিনয় করেছেন প্রায় ২৩টি ছবিতে। শুরুতে তিনি ছিলেন সংবাদপাঠিকা ও কেবিন ক্রু। পরবর্তীতে অভিনয়ে এসে ব্যাপক পরিচিতি পান, বিশেষ করে শাকিব খানের সঙ্গে একাধিক ছবিতে কাজ করে। সর্বশেষ ‘জংলি’ ছবিতে সিয়ামের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি।

কৃষিকাজের প্রতি বুবলীর এই আকর্ষণ ভক্তদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে। ঢালিউডের এই জনপ্রিয় মুখ এবার হয়তো প্রকৃতির সঙ্গেও নতুন সম্পর্ক গড়তে যাচ্ছেন।

Footer Section