রাজবাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় কারাগার থেকে মুক্তি পেয়ে দুধ দিয়ে গোসল করেছেন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ওরফে এরশাদ।
শুক্রবার (২৮ মার্চ) এ ঘটনার একটি ৫১ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, সাইফুল ইসলামের মা বালতি থেকে মগ দিয়ে তাকে দুধ-পানি ঢেলে গোসল করাচ্ছেন। সাইফুল নিজেও ভিডিওটি তার ফেসবুক আইডি থেকে শেয়ার করেন এবং একটি স্থিরচিত্র আপলোড করেন।
বর্তমানে যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত সাইফুল ইসলাম ক্যাপশনে লেখেন, “আমার মা মানত করেছিলেন, মিথ্যা মামলা থেকে জামিন পেলে দুধ দিয়ে গোসল করাবেন। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমাকে আশীর্বাদ করুন, মায়ের দোয়া নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আগামী দিনের রাজনীতি করব ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”
জানা গেছে, গত ৪ আগস্ট রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ২ সেপ্টেম্বর শিক্ষার্থী জিসান খান বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এজাহারভুক্ত আসামি হিসেবে ১৯ ফেব্রুয়ারি রাতে কামালদিয়া থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
সাইফুল সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিংগা বাজারের বাসিন্দা, মৃত ইসলাম শেখের ছেলে। জামিন শুনানি শেষে গত মঙ্গলবার আদালত তার জামিন মঞ্জুর করেন। পরদিন বুধবার বিকেলে তিনি কারাগার থেকে মুক্ত হন।