উত্তর গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় এক ইসরাইলি সেনা নিহত এবং আরও পাঁচ সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ)।
দ্য টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়, নিহত সেনার নাম গা’লেব স্লিমান আলনাসাসরা (৩৫)। তিনি গাজা বিভাগের উত্তর ব্রিগেডের ট্র্যাকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গত ১৮ মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইল গাজায় নতুন করে আগ্রাসন শুরু করার পর এই প্রথম কোনো ইসরাইলি সেনা নিহত হলো।
প্রতিবেদনে আরও জানানো হয়, উত্তর গাজার বেইত হানুন এলাকার কাছে ২৫২তম ডিভিশনের অভিযানের সময় এই হামলার ঘটনা ঘটে। আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী, দুপুর ১টার দিকে গাজার অভ্যন্তরে একটি সেনা শিবিরের পাশে লজিস্টিক রোড ধরে সেনাবাহী একটি গাড়িতে হামলা চালায় হামাসের যোদ্ধারা। টানেল শ্যাফ্ট থেকে বেরিয়ে এসে তারা গাড়িটির ওপর গুলিবর্ষণ করে এবং একটি আরপিজি নিক্ষেপ করে।
আরপিজি হামলায় ৪১৪তম কমব্যাট ইন্টেলিজেন্স কালেকশন ইউনিটের তিনজন নারী সেনা আহত হন। আহতদের মধ্যে রয়েছেন একজন নারী অফিসার এবং একজন কমব্যাট মেডিক।
ইসরাইলি সেনাবাহিনী জানায়, হামলার পরপরই তারা এলাকাটিতে টানা অভিযানে নেমেছে এবং সংশ্লিষ্ট হামাস যোদ্ধাদের নির্মূল করার লক্ষ্যে একাধিক হামলা চালানো হয়েছে।