ঈদুল আজহার দিন মেট্রোরেল চলবে না

News Desk

ঈদুল আজহার দিন মেট্রোরেল চলবে না. Dhakainlight.com

পবিত্র ঈদুল আজহার দিন, অর্থাৎ আগামী শনিবার ৭ জুন, রাজধানীতে মেট্রোরেল চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

গতকাল মঙ্গলবার ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদুল আজহার দিন মেট্রোরেল বন্ধ থাকবে। তবে ঈদের পরদিন রোববার, ৮ জুন, সকাল ৮টা থেকে ৩০ মিনিট অন্তর অন্তর মেট্রোরেল চলাচল করবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৯ জুন সোমবার থেকে মেট্রোরেল চলবে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী। অর্থাৎ ঈদের ছুটি পরবর্তী সময়ে যাত্রীরা প্রতিদিন নির্ধারিত ছুটির সময়সূচি মেনেই মেট্রোরেল ব্যবহার করতে পারবেন।

মেট্রোরেল বন্ধ থাকার কারণে ঈদের দিন যাত্রীদের বিকল্প পরিবহন ব্যবস্থার উপর নির্ভর করতে হবে। তবে ঈদের পরদিন থেকেই পুনরায় সীমিত পরিসরে মেট্রোরেল চালু হওয়ায় নগরবাসীর যাতায়াতে খানিকটা স্বস্তি ফিরবে বলে আশা করা যায়।

উল্লেখ্য, জাতীয় ও ধর্মীয় উৎসবের দিনগুলোতে মেট্রোরেল চলাচলে সাময়িক বিরতি দিয়ে থাকে কর্তৃপক্ষ, যা আগেভাগেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। এবারের ঈদুল আজহাও তার ব্যতিক্রম নয়।

Footer Section