ইসরায়েলি হামলায় গাজায় আরও অর্ধশতাধিক নিহত, প্রাণ হারালেন সাংবাদিক হিলমি আল-ফাকাওয়ি

News Desk

ঢাকা ইন লাইট ডট কম ডেস্ক:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংসতা থামছে না। রবিবার ভোরে মধ্য গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো এক বর্বরোচিত হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক হিলমি আল-ফাকাওয়ি। একই হামলায় প্রাণ হারিয়েছেন আরও অর্ধশতাধিক নিরীহ ফিলিস্তিনি। এ নিয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫০ হাজার ৭০০ জনে।

আলজাজিরার বরাতে জানা গেছে, গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের আবাসস্থলে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়। এতে সাংবাদিক হিলমি আল-ফাকাওয়ি নিহত হন। আহত হয়েছেন আরও অন্তত সাতজন সাংবাদিক। আহত সাংবাদিকরা হলেন—আহমেদ মনসুর, হাসান এসলাইহ, আহমেদ আল-আগা, মোহাম্মদ ফায়েক, আবদুল্লাহ আল-আত্তার, ইহাব আল-বারদিনি এবং মাহমুদ আওয়াদ।

ফিলিস্তিনি সংবাদমাধ্যম কুদস নিউজ নেটওয়ার্ক জানায়, গাজার দেইর আল-বালাহ এলাকার পাঁচটি অঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পরই ইসরায়েল ওই অঞ্চলে ব্যাপক বোমাবর্ষণ শুরু করে। এতে বহু নারী ও শিশু নিহত হন।

এদিকে বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানিয়েছে, গাজার পূর্বাঞ্চলীয় আল-নাখিল স্ট্রিটে কামানের গোলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৮ জন শিশু। আহত হয়েছেন আরও অনেকেই।

২০২৩ সালের অক্টোবরে গাজায় হামলা শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে ২০০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে আলজাজিরা। সাংবাদিকদের ওপর এই ধারাবাহিক হামলা বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গাজায় চলমান পরিস্থিতিকে ‘চরম মানবিক বিপর্যয়’ হিসেবে অভিহিত করেছে। তবে এখনো হামলা বন্ধে কার্যকর কোনো আন্তর্জাতিক পদক্ষেপ দেখা যাচ্ছে না।

লেখক: ঢাকা ইন লাইট ডট কম রিপোর্টিং টিম
তারিখ: ৭ এপ্রিল ২০২৫, সোমবার

Leave a Comment

Footer Section