আজীবন আমার ঘৃণায় তোমাকে বাঁচতে হবে, কাকে ইঙ্গিত করে বললেন পরীমণি 

admin2

আজীবন আমার ঘৃণায় তোমাকে বাঁচতে হবে, কাকে ইঙ্গিত করে বললেন পরীমণি , Dhakainlight.com

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। তার অভিনয় মুগ্ধ করে ভক্তদের। তবে কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন এই নায়িকা। কখনো প্রেম, কখনো বিচ্ছেদ, কখনো আবার বিতর্কিত কোনো কর্মকাণ্ডের কারণে সংবাদের শিরোনাম হন তিনি। পরীমণি ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। অভিনেত্রী রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে একটি পোস্ট করেছেন, সেটা নিয়েই আলোচনা চলছে।  পরীমণি তার ফেসবুক পোস্টে বলেন, রাত জাগা আর নির্ঘুম রাত, মোটেও এক না সোনা! মা হয়ে দেখো শুধু। বাচ্চার গায়ে একটা মশার কামড়ও নিতে পারবা না। আর সেখানে বাচ্চার ১০৪ জ্বর তো মায়ের দম বন্ধ হয়ে থাকার মতো। তার ওপর একা মা হয়ে বাচ্চার এই ফেস নেওয়া যায় না..জাস্ট ট্রাস্ট মি! রাত জেগে নেটফ্লিক্স, বন্ধুরা, পার্টি, আড্ডা, লং ড্রাইভ অথবা রেনডম ফেইসবুক স্ক্রলে লেপ্টে থাকা সবই উপভোগ্য। শুধু বিস্বাদ লাগে এই বাধ‍্য হয়ে থাকা দায়িত্বের বেড়াজাল তাই না? অভিনেত্রী আরও বলেন, কাদের লাগে জানেন? যারা সুযোগ বুঝে বাচ্চার সাথে কয়েক সেকেন্ড ভিডিও রেকর্ডে মিথ্যা ইমোশন শেয়ার করে সোশ্যাল মিডিয়ায়। শুধু মায়েদেরই এসব বিস্বাদ লাগে না।

Leave a Comment

Footer Section