অজ্ঞান হয়ে রাস্তায় পড়া ব্যক্তিকে বাঁচাল অ্যাপল ওয়াচের স্মার্ট প্রযুক্তি

News Desk

যুক্তরাষ্ট্রে আবারও একজন ব্যবহারকারীর জীবন রক্ষা করল অ্যাপল ওয়াচ। টেইলর নামের এক ব্যক্তি হঠাৎ অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে গেলে তার হাতে থাকা অ্যাপল ওয়াচ ‘ফল ডিটেকশন’ ফিচারের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরুরি সেবা নম্বরে কল করে তাঁর জীবন বাঁচাতে সাহায্য করে।

ঘটনাটি ঘটে এক সন্ধ্যায়, যখন টেইলর অফিস শেষে একটি নির্জন পার্কিং লটে গাড়ির দিকে যাচ্ছিলেন। পথেই তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান। তাঁর অ্যাপল ওয়াচ তা সঙ্গে সঙ্গে শনাক্ত করে ‘ইমারজেন্সি এসওএস’ ফিচার চালু করে। ঘড়িটি না শুধু জরুরি নম্বরে কল করে, বরং জিপিএস লোকেশনসহ তথ্য পাঠিয়ে দেয়, যাতে কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে হাসপাতালে নিতে পারে।

চিকিৎসকেরা জানিয়েছেন, টেইলরের ফুসফুসে রক্ত জমাট বেঁধেছিল, যার কারণে তাঁর হার্টে অক্সিজেন পৌঁছানো বন্ধ হয়ে গিয়েছিল। সময়মতো চিকিৎসা না পেলে ঘটনাটি প্রাণঘাতী হতে পারত।

সুস্থ হওয়ার পর টেইলর সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে লেখেন, ‘আমি গাড়ির কাছে পৌঁছানোর আগেই অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফেরার পর দেখি আমি রাস্তায় পড়ে আছি, অ্যাপল ওয়াচ কাঁপছে, এবং এসওএস সংকেত পাঠাচ্ছে।’

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভম্যাক-এর এক প্রতিবেদনে বলা হয়, টেইলর কয়েক দিন ধরেই সর্দি-কাশিতে ভুগছিলেন। তিনি ধারণা করেছিলেন এটি সাধারণ ঠান্ডা কিংবা কোভিডের হালকা উপসর্গ হতে পারে। কিন্তু যে বিপদ তাঁকে ঘিরে ধরেছিল, তা ঘড়িটির ফিচার না থাকলে হয়তো কেউ বুঝতেই পারতেন না।

অ্যাপল ওয়াচে থাকা অ্যাকসিলারোমিটার ও জাইরোস্কোপ সেন্সরের কারণে ঘড়িটি ব্যবহারকারীর চলাচলের ধরন বিশ্লেষণ করতে পারে। ব্যবহারকারী হঠাৎ পড়ে গেলে ঘড়িটি অ্যালার্ম দিয়ে আশপাশের মানুষকে সতর্ক করে এবং ঘড়ির স্ক্রিনে একটি সতর্কবার্তা দেখায়। যদি ব্যবহারকারী এক মিনিটের মধ্যে কোনো সাড়া না দেন, তাহলে ঘড়িটি স্বয়ংক্রিয়ভাবে জরুরি নম্বরে কল করে এবং তার অবস্থান জানিয়ে দেয়।

এটি কোনো একক ঘটনা নয়। এর আগেও অ্যাপল ওয়াচ অনেক ব্যবহারকারীর জীবন বাঁচিয়েছে। যেমন—২০২৩ সালের জুনে ঘুমন্ত অবস্থায় থাকা এক নারী হৃদস্পন্দনের অস্বাভাবিকতা শনাক্ত করে বাঁচিয়ে দেয় অ্যাপল ওয়াচ।

বিশ্বজুড়ে স্মার্ট ডিভাইসের ব্যবহার যত বাড়ছে, ততই স্পষ্ট হচ্ছে—এগুলি কেবল প্রযুক্তিগত বিলাসিতা নয়, বরং প্রয়োজনীয় নিরাপত্তা সঙ্গীও বটে।

Leave a Comment

Footer Section